সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

#KUnique

 COPIED FROM SENIOR'S MAIN TEXT আমি সবসময় KUnique টার্ম টা ব্যবহার করি আমার প্রানের Alma Mater খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেবার জন্য। সমৃদ্ধ অতীত ওয়ালা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে বেশ কয়েকটা। প্রতিদিনের দৈনিকের ফিচারে আসে এমন বিশ্ববিদ্যালয়ও আছে অনেক। কিন্তু বাংলাদেশে কে ইউ আছে একটা। আমাদের ট্র্যাডিশন, ইতিহাস, আচার-ব্যবহার অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট। এক র‍্যাগ ডে প্রোগ্রাম দিয়েই সারা বাংলাদেশে টেক্কা দিতে পারবে খুলনা বিশ্ববিদ্যালয়। র‍্যাগ ডে থিম, শ্লোগান, ট্যাগলাইন, টি শার্ট ডিজাইন থেকে শুরু করে পুরো শহরবাসীর প্রানে স্পন্দন তুলে দেয় খুলনা বিশ্ববিদ্যালয়। যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ এই প্রোগ্রাম হয় এবং তাতে শুধু তারাই অংশগ্রহন করে। আর আমরা পুরো শহর নাড়িয়ে ফেলি আমাদের র‍্যাগ ডে দিয়ে। এটা অন্য কোথাও হয় না আমার বিশ্বাস। জেমস থেকে শুরু করে শিরোনামহীন, ওয়ারফেইয, আর্টসেল, অর্থহীন, ব্ল্যাক আর আর্বোভাইরাস পর্যন্ত স্বীকার করে গেছে এমন ক্রাউড রেসপন্স তারা খুব কম জায়গা থেকেই পেয়েছে। নয়েজ ফেস্ট এর ষ্টেজ দেখে আমন্ত্রিত আন্ডারগ্রাউন্ড ব্যান্ড গুলা হা করে তাকিয়ে থাকে!! টেকনিক্য...

ব্লগ০০১ঃ দেশের জন্য কিছু করার উপকুক্ত সময়!

 অবশেষে সোশাল মিডিয়া ছেড়ে ব্লগিং ধরলাম। আমার নিজেরো ধৌর্য কম বলে লেখা ছোটই রাখব। এই লেখাটি যখন লেখা তখন আমার ক্যাম্পাসে পুজার ছুটির শেষে ঐকান্তিক-১৯ ব্যাচের র‍্যাগ কন্সার্ট হচ্ছে ( ২৮ অক্টোবর ২০২৩)। আজ রাতেই আমার ছুটি শেষ, এই পুজার ছুটিই ছিল আমাদের ভার্সিটি লাইফের প্রথম লম্বা ছুটি।  গতকাল পুজার অষ্টমীর দিন গিয়েছিলাম দীপ্তের গ্রামের বাড়ি, ভবদহ। ভবদহ নামটা যশোরের সবার কাছেই  পরিচিত। পূজা উপলক্ষ্যে বন্ধুদের দাওয়াত দিয়েছি। পাশাপাশি, ডাক্তার বন্ধুদের সুবাদে রমেক মেডিসিন ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। দিনটা ভালো লেগেছিলো কেননা বেশ কয় রাতজাগা দিন কাটানোর পর একটু গ্রাম-প্রকৃতির কাছে গিয়েছিলাম। সেদিনের অভিজ্ঞতা আমাকে কিছু একটা উপলব্ধি করতে শিখিয়েছে। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলো ব্লাড গ্রুপ চেঞ্জ হয় কি না। এর পর উপলব্ধি হল, এই সবুজ বয়সে দেশের জন্য কিছু করা দরকার। আমার ডাক্তার বন্ধুরা ডাক্তারি সেবা দিয়ে ছাত্র জীবনে দেশের সেবা করে। আমরা কম্পিউটার প্রকৌশলী হয়ে কে কম্পিউটার আর প্রযুক্তির জ্ঞান বিতরণের ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করতে পারি না ......