ইলেক্ট্রনিক ডিভাইস এন্ড সার্কিট এক্সাম দিয়ে আমি আর তূর্য বের হয়েছি। একসাথে হেঁটে খাবা গেট দিয়ে বের হব, এমন সময় আমার স্কুলের সহপাঠী আমিনুলের সাথে দেখা। সে এবার সেকেন্ড টাইম দিয়ে ঢুকেছে। আমাদের সব ব্যাচের এক্সাম চলছে আর তাদের ফার্স্ট ইয়ারের ক্লাস চলে। সে ক্যাম্পাসে আসর পর তার সাথে আমার দেখাই হয়নি। প্রথম দেখায় ওকে দাড় করিয়ে অনেক জ্ঞান দিলাম। বস্তুত, ওকে বলেছি এখন থেকেই পড়াশোনায় গতি আনতে যেহেতু ওর সামনে ডিসিপ্লিন ট্যুর, ২০ ব্যাচের র্যাগ, টুর্নামেন্টে আসবে, সেই সময় ওর টাইম নষ্ট হবে, আবার, ওরা ১-২ টার্মে টাইম কম পাবে। এমন সময়ে মিফাদের সাথেও দেখা, তিন জিলাস্কুলিয়ান (তাও এক গোয়ালের/সেকশনের) কাকতালীয় পুনর্মিলন। কিছুক্ষণ পরে ওকে বিদায় দিলাম। আমি আর তূর্য হেঁটে হেঁটে জিমনেশিয়াম পার হচ্ছি। আমি বললাম "কিছুটা ডোপামিন রিলিজ করলাম, কেউ রিলিজ করে ধোয়া টেনে, কেউ করে জ্ঞান দিয়ে..."